23 Oct
পাসওয়ার্ড ছাড়াই লগইন : প্রতিনিয়ত সাইবার হানার একের পর এক খবরে এবার যেন একঝলক স্বস্তির বাতাস নিয়ে এল টেক জায়ান্ট গুগল। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আসছে নতুন ফিচার। পরিবারের সবাই বাইরে গেলে বাড়ির নিরাপত্তার জন্য আমরা তালা দেই। এ তালাগুলোর নিজস্ব চাবি রয়েছে, যে কেউ চাইলেই চাবি দিয়ে আপনার বাড়ির তালা খুলতে পারবে না। তেমনি ডিজিটাল যুগে একধরনের তালা আছে যা আমাদের গোপন তথ্য রক্ষা করে। ইমেইল হোক বা নেটমাধ্যমের অ্যাকাউন্ট, অনলাইন ব্যাংকিং থেকে ওটিটি প্ল্যাটফর্ম— প্রতিটি ক্ষেত্রই তালার মতো আমাদের তথ্যগুলোকে রক্ষা করে, যা পাসওয়ার্ড ছাড়া অচল। এই চাবিটি না থাকলে অনলাইনে কোনো কাজই সম্ভব হবে না। কিন্তু ভিন্ন…